Tuesday, February 9, 2021

নীলাঞ্জন দাস 'PATRON ART AWARD' Winner 2020-2021




 'Patron Art Award 2020-2021' 

সাম্প্রতিক অনলাইনের মাধ্যমে আয়োজিত হল BIG I FOUNDATION SILIGURI & A.M (ART MULTI-DISCIPLINES) KOLKATA এর যৌথ উদ্যোগে 'PATRON ART AWARD 2020-2021' নামক একটি সমকালীন শিল্পকলাচর্চার প্রতিযোগিতা। বাংলার সমকালীন তরুণ শিল্পীদের সহযোগিতা এবং একটি উন্নত মানের প্ল্যাটফর্ম প্রদান করা ছিল এই পুরস্কারের মুখ্য উদ্দেশ্য। এত বড় মাপের অনলাইন প্রতিযোগিতা এর পূর্বে বাংলা থেকে আয়োজিত হয়নি কারণ এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলার সেরা সেরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্বনামধন্য চিত্রশিল্পীরা যেমন, যোগেন চৌধুরী, অমিতাভ সেনগুপ্ত, অতিন বসাক, ছত্রপতি দত্ত, আবির কর্মকার, সুকন্যা দাস, মানষ আচার্য, সুদীপ্ত রায়, অয়ন মুখার্জি এবং দীপায়ন ঘোষ।প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার জন্য বিশেষ নিয়ম ছিল কেবলমাত্র বাংলার শিল্পীরা এবং যারা  শিল্পচর্চা করে কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত না এমন শিল্পীরা এতে অংশগ্রহণ করতে পারত। আয়োজকরা জানিয়েছেন এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার জন্য ১০০ অধিক আবেদন ইমেইলের মাধ্যমে জমা পড়েছিল যেখানে শিল্পীরা তাদের তিনটি শিল্পকর্মের ছবি ও বায়ো-ডাটা পাঠিয়েছিল। ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রাথমিক নির্বাচনের পর নির্বাচিত মেইল গুলি বাকি সকল বিচারকদের কাছে পাঠানো হয় এবং প্রত্যেক বিচারক একজনকে ফাইনালিস্ট হিসাবে মনোনীত করেন, প্রতিযোগিতার নিয়ম অনুসারে একজন বিজয়ী হবে এরপর সংখ্যাগরিষ্ঠ ভোট এর দ্বারা চূড়ান্ত নির্ণয় নেওয়া হয়। এই বিচারের পর যাকে বিজয়ী হিসেবে এ বছর পাওয়া গেল সে হলো হাওড়া থেকে নীলাঞ্জন দাস। নীলাঞ্জনের অভিনব ও মৌলিক কাজ সকল বিচারকদের মন জয় করেছিল। আর্থিক সহযোগিতা ছাড়া ও নীলাঞ্জন পাচ্ছে, একটি একক চিত্র প্রদর্শনী A.M (ART MULTI-DISCIPLINES) KOLKATA এর পক্ষ থেকে, এক বছরের চুক্তি BIAFS CONTEMPORARY এর সাথে , একক ইন্টারভিউ 'ছবি Visual Language' Youtube channel এর পক্ষ থেকে। 

No comments:

Post a Comment

"Shadow World" Curated by GHOSH at T-93 Art Gallery Kolkata

T-93 Art Gallery in Kolkata is set to host Shadow World, a solo exhibition by acclaimed artist Sabyasachi Mullick, from December 1 to 6, 202...